মিথ্যা খোদার উপাসনা ভক্তরন্দের যে নৈতিক ক্ষতি সাধন করে উহা প্রত্যক্ষ এবং স্পষ্টতঃ প্রতীয়মান হয়, যেহেতু তাহারা অচেতন বস্তুর সামনে নিজেকে হেয় প্রতিপন্ন করে। এইরূপে তাহারা নিজের মর্যাদা ও আত্মসম্মানে বিরাট আঘাত হানে। অথচ যেকোন উপকার তাহারা উহা হইতে আশা করে উহা শুধু অলীক এবং মিথ্যা কষ্ট-কল্পিত ও অস্বাভাবিক।