১৯৪৫

এই সূরার মূল বিষয়বস্তু হইল ‘হজ্জ’ এবং তফসীরাধীন আয়াত হজ্জের ব্যাপারে ভূমিকার কাজ করিয়াছে। হজ্জের এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কা’বাগৃহ বা বায়তুল্লাহর তাওয়াফ করা। অতএব কা’বার পবিত্রতা এবং গুরুত্বের সংক্ষিপ্ত উল্লেখ হজ্জের বিষয়ে এক যথার্থ ভূমিকা।