১৭৪৩

এই আয়াত তাঁহার বিস্ময় প্রকাশ করার প্রতি নিদের্শ করিতেছে যাহা তাহাদের জন্য অবধারিত হইয়াছিল। কোন ব্যক্তি যাকারিয়া (আঃ)-এর ন্যায় অবস্থায় উপনীত হইলে তাহার জন্য এইরূপ অস্বাভাবিক শুভ সংবাদের প্রতি বিস্ময় প্রকাশ করা একটি স্বাভাবিক বিষয়।