১৩২৪

এই আয়াত হইতে বুঝা যায় যে, ‘আদ’ জাতির প্রধান উপজীবিকা ছিল কৃষি এবং তাহাদের জমিজমা চাষাবাদের জন্য তাহারা বৃষ্টির পানির উপর নির্ভর করিত, কারণ কুপ বা খালের মাধ্যমে পানি সেচের কোন ব্যবস্থা ছিল না।