এই ক্ষেত্রে, শাস্তির কথা বলা হইয়াছে বটে, কিন্তু শাস্তির নির্দিষ্ট কোন রূপ বা রকম বলা হয় নাই। সেটা কর্তৃপক্ষের উপর ছাড়িয়া দেওয়া হইয়াছে। এই আয়াতে এবং পূর্ববর্তী আয়াতে এমন ধরণের অপরাধের উল্লেখ করা হইয়াছে, যাহার জন্য কোনও নির্দিষ্ট ধরণের শাস্তির উল্লেখ করা হয় নাই। কর্তৃপক্ষ সমসাময়িক ও পারিপার্শ্বিক অবস্থা বিচার-বিশ্লেষণ পূর্বক সমীচীন শাস্তি দান করিবেন। এই আয়াতের ব্যক্ত অপরাধ দুইজন পুরুষের অস্বাভাবিক যৌনতা বা তার কাছাকাছি কিছুও হইতে পারে।