২৭৭১

ইচ্ছাই চিন্তার জন্মদাতাj; অশুভ ইচ্ছা অশুভ চিন্তার জন্ম দেয়। তাই যখনই নবী করীম (সাঃ) কোন অভিযানে যোগদানের জন্য সকলের প্রতি আহ্বান জানাইতেন, তখন মোনাফেকগণ মনে মনে এই আশাই পোষণ করিত যে, এই দুর্বল ও অল্প সংখ্যক মুসলমান এই অভিযান হইতে তাহাদের পরিবারের কাছে কখনও ফিরিয়া আসিবে না। অতএব, কোন না কোন অজুহাত দেখাইয়া তাহারা মুসলমানের অভিযানগুলি হইতে বিরত থাকিত। কিন্তু তাহাদের হীন বাসনা কখনও চরিতার্থ হইত না। তাহারা ব্যর্থতা ও নৈরাশ্য বরণ করিত। কেননা, প্রত্যেকটি অভিযান হইতেই মুসলমানেরা বিজয়ীর বেশে ঘরে ফিরিত।