২৫১৭

“পূর্ববর্তী ধর্মমত” বলিতে খৃষ্ট-ধর্ম অথবা মক্কার পৌত্তলিক-ধর্ম অথবা ইসলাম-পূর্ব যে কোন ধর্মকেই বুঝাইতে পারে। কারণ প্রাক-ইসলামি কোন ধর্মেই তওহীদের বিশ্বাসের ক্ষেত্রে বিশুদ্ধতা ও পবিত্রতা রক্ষিত হয় নাই।