২৫১৫

পাপ ও অবিশ্বাসের মূল শিকড় হইল মিথ্যা অহংঙ্কার, আত্মম্ভরিতা ও ঔদ্ধত্য। শয়তানের প্রথম পাপকর্ম ইহাই ছিল যে, সে নিরর্থক আত্মগরিমায় নিমগ্ন হইয়া নিজেকে ‘আদম’ হইতে শ্রেষ্ঠতর মনে করিল এবং আদমের আনুগত্য স্বীকার করাকে অপমান মনে করিল “আমি তাহা অপেক্ষা শ্রেষ্ঠ” (৭ঃ১৩) এই অহমিকা ও কু-ধারণাই অবিশ্বাসীদিগকে সমাগত নবীর সত্যতাকে স্বীকার করিতে বাধা দেয়।