‘ছোট আযাব’ ও ‘বড় আযাব’ বলিতে যথাক্রমেঃ (১) ইহলৌকিক শাস্তি ও পারলৌকিক শাস্তি বুঝাইতে পারে, (২) বদরের যুদ্ধে কুরায়শদের পরাজয় ও মক্কার পতন বুঝাইতে পারে, (৩) অবিশ্বাসী জাতিসমূহকে দুঃখ-দারিদ্র্য ও দুর্ভোগ দ্বারা সর্তক করা হয়, কিন্তু তাহারা সর্তক না হইয়া দুস্কৃতিতে লিপ্ত থাকিলে শেষাবধি তাহাদিগকে ধ্বংস করিয়া ফেলা হয়।