এই বাক্যাংশে যে তিনদিন হজ্ব পালনকালীন রোযা রাখার কথা বলা হইয়াছে, তাহা পূর্বোল্লিখিত রোযা হইতে ভিন্ন। প্রথমোক্ত রোযা ঐ সব তীর্থ যাত্রীর জন্য যাহারা মাথার চুল কামাইতে অক্ষম, আর এই রোযা (তিনদিন) ঐ সব হজ্জযাত্রীর জন্য যাহারা ‘তামাত্তুর’ কুরবানী দিতে অক্ষম। ১১, ১২ ও ১৩ই যিলহজ্জই এই তিন রোযার জন্য উৎকৃষ্টতর দিন। বাকী সাতদিনের রোযা বাড়ী ফিরিয়া সম্পাদন করিলেও চলে।