মিশরে ইসরাঈলীদিগের চরিত্র হনন যখন নিম্নতর বিন্দুতে পৌঁছিয়াছিল এবং ফেরাউন ও তাহার লোকদিগের অবিচারের পেয়ালা যখন কানায় কানায় ভরিয়া গিয়াছিল তখন আল্লাহ্তা’লা তাঁহার অব্যর্থ সুবিজ্ঞ প্রথায় এই আদেশ জারি করিলেন যে, অত্যাচারীগণের শাস্তি হওয়া উচিৎ এবং যাহারা দাসত্ব বন্ধনে আবদ্ধ ছিল তাহাদিগকে মুক্ত করিবার জন্য তিনি হযরত মূসা (আঃ)-কে আবির্ভূত করিলেন। এই অবস্থা, যাহা প্রত্যেক প্রেরিত নবী-রসূলের যুগেই ঘটিয়াছিল, তাহা সর্বাপেক্ষা পূর্ণভাবে এবং লক্ষ্যণীয়ভাবে সংঘটিত হইয়াছিল ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর কার্যকালে।