‘ইসম’ অর্থ নাম বা গুণ (আক্‌রাব)। এখানে ইহা উভয় অর্থেই ব্যবহৃত হইয়াছে। একই সাথে ইহা, সৃষ্টিকর্তার মূল নাম ‘আল্লাহ্’-এর সহিত ব্যবহৃত হইয়াছে এবং আল্লাহ্‌র গুণ ‘আর্‌-রাহমান’ (অযাচিত-অসীম দাতা) ও ‘আর্‌-রহীম’ (পরম দয়াময়)-এর সহিতও ব্যবহৃত হইয়াছে।

Visitor Edits

January 8, 2026 4:28 amRejected
‘ইসম’ অর্থ নাম বা গুণ (আক্রাব)। এখানে ইহা উভয় অর্থেই ব্যবহৃত হইয়াছে। একই সাথে ইহা, সৃষ্টিকর্তার মূল নাম ‘আল্লাহ্’-এর সহিত ব্যবহৃত হইয়াছে এবং আল্লাহর গুণ ‘আর-রাহমান’ (অযাচিত-অসীম দাতা) ও ‘আর-রহীম’ (পরম দয়াময়)-এর সহিতও ব্যবহৃত হইয়াছে।