১৭৫১

‘বাণী-বাহক’ শব্দ হইতে প্রতিভাত হয় যে, ফিরিশ্‌তা কেবল মাত্র ঐশী-বাণী-বাহক ছিল এবং মরিয়মকে পুত্র দান করিতে আসে নাই, পরন্তু এই পুত্রের জন্ম সম্বন্ধে সুসংবাদ দিতে আসিয়াছিল। এই কথা কে না জানে যে, এক মাত্র আল্লাহ্ই পুত্র দান করিতে পারেন, কোন ফিরিশ্‌তা পারে না। ফিরিশ্‌তার কাজ শুধু আল্লাহ্‌তা’লার ইচ্ছা ও হুকুম বহন করা বা পালন করার মধ্যে সীমাবদ্ধ।