১৬৫৭

উক্ত নয়টি চিহ্ন বা নিদর্শন কুরআনের অন্যান্য স্থানে উল্লেখ রহিয়াছে, যথাঃ (ক) ছড়ি বা লাঠি (৭ঃ১০৮), (খ) শ্বেত হাত (৭ঃ১০৯); (গ) ও (ঘ) অনাবৃষ্টি এবং ফসলসমূহের ঘাটতি ও দুষ্প্রাপ্যতা (৭ঃ১৩১); (ঙ) ঝড়-তুফান; (চ) পঙ্গপাল; (ছ) উকুন বা তৎসদৃশ অন্যান্য কীট; (জ) ব্যাঙ এবং (ঝ) রক্তের শাস্তি (আমাশয় ইত্যাদি রোগ) (৭ঃ১৩৪)।