১২৫৭

এই জগতের বস্তু-নিচয়ের অন্তর্নিহিত প্রকৃত সত্যের উপলদ্ধি সম্পূর্ণভাবে মানবকে দেওয়া হয় নাই। একমাত্র পরকালেই সকল বস্তু হইতে সম্পূর্ণ রূপে আবরণ তুলিয়া নেওয়া হইবে এবং উহাদের প্রকৃত রূপ তখন প্রকাশিত হইবে।