১২৩৫

মৃত্যুর পরে মানুষকে কেবল নূতন জীবনই দেওয়া হইবে না বরং সেখানে তাহার ইহজগতের কর্মের মূল্যায়ন করিয়া তাহাকে শাস্তি ও পুরস্কার দেওয়া হইবে। ইহজীবনেও পুরুষানুক্রমে উত্তরাধিকারিত্ব চলিতে থাকে যাহাতে পূর্বপুরুষের সৎকর্মসমূহ বৃথা না হয় এবং পরবর্তী বংশধরগণ উহা হইতে উপকৃত হইতে পারে। “সালিহাত” শব্দের অর্থ ভাল ও সৎকর্মসমূহ ছাড়াও, নিদিষ্ট বিশেষ অবস্থার প্রেক্ষিতে জরুরী প্রয়োজনানুসারে কৃত-কর্মসমূহকেও বুঝায়।