সৃষ্টিকর্তা ও বিশ্ব-নিয়ন্তার স্বকীয় বিশিষ্ট নাম হইল ‘আল্লাহ’। কুরআনে আল্লাহ্তা’লার অনেক নাম আসিয়াছে। ‘আল্লাহ’ নামটি ছাড়া অন্য সবগুলি নামই গুণবাচক। এক একটি নাম তাহার এক একটি গুণের পরিচায়ক। কিন্তু ‘আল্লাহ’ নামটি কোন গুণবাচক নাম নহে, বরং এই নামটির মধ্যেই সকল গুণবাচক নামের একত্রীভূত সমাহার ঘটিয়াছে। ইহাকে আমরা ‘সার্বিক’ নাম বা আসল ও মৌলিক নাম (ইস্মে আযম) বলিতে পারি। আরবীতে ‘আল্লাহ’ শব্দটি কোন বস্তু বা জীবের জন্য ব্যবহৃত হয় না (টীকা ৩ দেখুন)।