‘ঈলাফ’ হইল ‘আলাফা’ ক্রিয়া হইতে উৎপন্ন ক্রিয়া-বিশেষ্য। ইহার অর্থ হইল একটি বিষয় বা বস্তুতে লাগিয়া থাকা বা লাগাইয়া রাখা; কোন বস্তু বা ব্যক্তিকে মনে প্রাণে ভালবাসা; কোন ব্যক্তিকে কিছু দেওয়া; কোন চুক্তি যাহার মধ্যে নিরাপত্তার দায়িত্ব সন্নিবেশিত থাকে; নিরাপত্তা (লেইন)।