৩৪২৪

এই আয়াতটির পুনরাবৃত্তির দ্বারা এই সূরাতে প্রদত্ত উপদেশ ও সতর্কবাণীর উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হইয়াছে। এই পুনরাবৃত্তির আরেকটি উদ্দেশ্য হইতে পারেঃ এই ধন-মত্ততা ও বস্তুবাদিতার অন্ধ প্রতিযোগিতার ফলে যে মহা প্রলয়ঙ্করী ধ্বস-লীলা বিশ্বে দেখা দিবে, সেই সম্বন্ধে এই আয়াতে মানুষকে সচেতন করা হইয়াছে।