৩৪২৩

ধনার্জনের অদম্য পিপাসা এবং অর্থ, প্রতিপত্তি ও সম্মান বৃদ্ধিতে একে অন্যকে ছাড়াইয়া যাইবার জন্য পারস্পরিক তীব্র প্রতিযোগিতা মানুষের সকল অনিষ্টের মূল কারণ। কেননা ইহা মানুষের উচ্চ মূল্যবোধসমূহকে নিষ্পেষিত করে কিংবা অবহেলার মধ্যে ফেলিয়া দেয়। মানুষের জন্য ইহা একটি দুর্ভাগ্য যে, পার্থিব বস্তুসমূহ আহরণের উদগ্র বাসনার কোন সীমা নাই। যতই পাওয়া যায়, বাসনা ততই তীব্রতর হয়, কখনও চরিতার্থ হয় না। এই বাসনা তাহার মন-প্রাণকে এমনিভাবে আচ্ছন্ন করিয়া ফেলে যে, আল্লাহ্‌র কথা বা পরলোকের কথা ভাবিবার সময়ও তাহার থাকে না। এই ইহলৌকিক বাসনা-কামনায় মগ্ন অবস্থায় তাহার উপর মৃত্যু নামিয়া আসে। তখন সে দেখিতে পায়, কি বৃথা কাজকর্মের পিছনেই না সে তাহার জীবনটাকে অপব্যয় করিয়া নিঃশেষ করিয়াছে।