‘মাওয়াযীন’ শব্দটি যখন ব্যক্তি বিশেষের ব্যাপারে ব্যবহৃত হয়, তখন শব্দটির অর্থ হয় তাহার কার্যাবলী। কিন্তু শব্দটি যখন কোন জাতির ব্যাপারে ব্যবহৃত হয়, তখন এর অর্থ দাঁড়ায় ঐ জাতির জাগতিক উপায়-উপকরণ ও সম্পদ। সাম্প্রতিক কালের যুদ্ধ-সরঞ্জামের পরিভাষায় ‘টনের ওজন’ বা ‘টনেজ’ শব্দটি ‘মাওয়াযীনের’ প্রতিশব্দ বলা যাইতে পারে। জাতিগত দিক হইতে দেখিলে, আয়াতটির অর্থ হইবে, যে জাতির যত বেশী ধন-সম্পদ থাকিবে অথবা যতবেশী ওজনের মালবাহী জাহাজ, এরোপ্লেন থাকিবে, সে প্রতিপক্ষের মোকাবিলায় ততই অধিক শক্তিশালী প্রতিপন্ন হইবে ও প্রভাব খাটাইবে। এই অবস্থা ঐ জাতির সম্মান, প্রতিপত্তি ও সুখ-শান্তি রদ্ধির পরিচায়ক বলিয়া মনে করা হইবে।