‘রূহ’ অর্থ নূতন-চেতনা, নবজাগরণ, উৎসাহ-উদ্দীপনা, নব-সংকল্প। ফয়সালার মর্যাদাপূর্ণ রাত্রিতে আল্লাহ্র ফিরিশ্তাগণ আল্লাহ্র মা’মূর বা সংস্কারককে সত্যের বাণী প্রতিষ্ঠিত করার কাজে সাহায্য করিতে নামিয়া আসেন এবং তাঁহার অনুসারীগণ নূতন অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হইয়া নবজাগরণের ডাকে সাড়া দিয়া ঐশী-বাণীকে প্রচার করার ও প্রসার-দানের কাজে লাগিয়া যান।