‘রাত্রি’ দ্বারা দীর্ঘকাল ধরিয়া ইসলামের ক্রমাবনতি ও অধঃপতনকে নির্দেশ করিতেছে। ‘রাত্রি’ বলিতে ঐ রজনীকেও বুঝাইতে পারে, যাহার অন্ধকারে মহানবী (সাঃ) গৃহত্যাগ করিয়া, আবুবকর (রাঃ)-কে সাথে নিয়া সওরগুহাতে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। প্রকৃতপক্ষে, মক্কা ত্যাগের রাত্রি এবং মক্কা বিজয়ের দিবস এই দুইটি অনন্য ঘটনা, মহানবী (সাঃ)-এর সারা জীবনের তথ্যবহুল, ঘটনাসমৃদ্ধ, উত্থান-পতনের ইতিহাসকে আমাদের মানসপটে সংক্ষিপ্তাকারে তুলিয়া ধরে।