১৪ হইতে ১৭ আয়াতে, জাতির নৈতিক মান উন্নয়নের দুইটি পদ্ধতির উল্লেখ করা হইয়াছেঃ (ক) কৃতদাসের মুক্তি দান অর্থাৎ সমাজের অবহেলিত, নির্যাতিত ও পতিত অংশকে মুক্তি দিয়া সমাজে যথাযোগ্য অংশীদারিত্বের ভিত্তি প্রতিষ্ঠিত করা, (খ) এতীম ও দরিদ্রগণকে সাহায্য করিয়া স্বনির্ভর করতঃ সমাজের উপযুক্ত ও যোগ্য নাগরিক হিসাবে গড়িয়া তোলা।