আয়াতটি ইহা বলিতে চাহে যে, ইসলামের শত্রুরা ইসলাম-বিস্তারে সর্বপ্রকার বাধা-বিঘ্ন তো সৃষ্টি করিবেই, এমনকি এই উদ্দেশ্যে তাহারা প্রচুর ধন-সম্পদ এবং অর্থবিত্তও খরচ করিবে। কিন্তু পরিণামে এই ধন-সম্পদ-ব্যয়, কেবল অপব্যয়ই সাব্যস্ত হইবে। কেননা, একদিকে তাহাদের হীন উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবসিত হইবে এবং অপরদিকে ইসলাম ইহার অগ্রযাত্রা অব্যাহত রাখিয়া, ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গণে বিজয়ের পর বিজয় লাভ করিতে থাকিবে।