আয়াতটির মর্ম হইলঃ কাফেরগণকে সময় দেওয়া হয়, যাহাতে তাহারা তাহাদের দুরভিসন্ধি চরিতার্থ করার জন্য সর্বশক্তি ও সর্ব সম্পদ ইসলাম ও মহানবী (সাঃ)-এর বিরুদ্ধে নিয়োজিত করার সুযোগ পায়। এতদসত্বেও পরিণামে ইসলামই জয়যুক্ত হইবে। তাহাদের সকল প্রচেষ্টা, সকল ষড়যন্ত্র ও সকল শক্তি ব্যর্থতার পর্যবসিত হইবে। ইহাতে দিবালোকের ন্যায় প্রমাণিত হইবে যে, ইহা আল্লাহ্ প্রেরিত ধর্ম, তাই ইহার প্রতি আল্লাহ্র সাহায্য রহিয়াছে।