৩৩১৬

এই আয়াতে শুকতারা বলিতে নবী করীম (সাঃ)-এর প্রতিনিধি হিসাবে যিনি শেষ যুগে, ইসলামের অন্ধকার রাত্রি-শেষের উষালগ্নে আসিয়া ইসলামের বিজয় ও বিস্তারের কাজ শুরু করিবেন, তাঁহাকে বুঝাইয়া থাকিবে। তফসীরকারকগণের কেহ কেহ মনে করেন, মহানবী (সাঃ) স্বয়ংই সেই শুকতারা যিনি বিশ্বের এক মহা অন্ধকারাচ্ছান্ন যুগে আসিয়া, উষার আলো বিতরণের মাধ্যমে জগৎকে উদ্ভাসিত করিয়াছিলেন।