৩৩০৫

কাফেরদের এত বুদ্ধি-বৈকল্য ঘটল কী কারণে যে, তাহারা ভবিষ্যদ্বাণীর দুইটি অংশ পূর্ণ হইতে স্বচক্ষে দেখিয়াও, ভবিষ্যদ্বাণীটির তৃতীয় অংশের পূর্ণতা সম্বন্ধে অবিশ্বাস করে? তাহারা ইসলামের সূর্যাস্ত-কালীন লালাভ আলো দেখিল, তৎপর তাহারা আধ্যাত্মিক রাত্রির অন্ধকারও দেখিতে পাইল, তথাপি তাহারা ইহা বিশ্বাস করে না যে, চতুর্দশীর পূর্ণ চন্দ্র আসিয়া রাত্রির ঐ কালো অন্ধকারকে দূরীভূত করিয়া দিবে।