শেষ যুগে মুসলমানেরা তাহাদের উচ্চ মর্যাদা হইতে নিম্নে পতিত হইবে। তাহারা (আল্লাহ্ ও রসূল -সাঃ- প্রদত্ত পথ ও পন্থা ছাড়িয়া) স্বকীয় চিন্তা-প্রসূত ভ্রান্ত কর্মসূচী গ্রহণ করিয়া তাড়াহুড়া করিয়া তাহা বাস্তবায়নে লাগিয়া যাইবে, অথবা নৈরাশ্যের কারণে সৃজনশীল, গঠনমূলক প্রচেষ্টা হইতে বিরত থাকিবে।