৩২৬৬

আয়াতের অর্থঃ যখন সেচ কার্য বা বিদ্যুৎ উৎপাদন ইত্যাদির জন্য নদী হইতে পানি অন্যদিকে প্রবাহিত করা হইবে; অথবা সমুদ্র-যুদ্ধে যখন বিরাট বিরাট জাহাজে আগুন লাগিয়া মনে হইবে সমুদ্রে আগুন লাগিয়া গিয়াছে, অথবা খাল কাটিয়া বিশাল সমুদ্রগুলিকে সংযুক্ত করা হইবে; অথবা গ্রাম-গ্রামান্তর হইতে মানুষ সরিয়া আসিয়া শহরগুলিকে অতিরিক্ত জন-সংখ্যার চাপে ভারাক্রান্ত করিয়া ফেলিবে। ‘সুজ্জেরা’ শব্দটির মধ্যে এই সব অর্থই রহিয়াছে (মুফরাদাত, মুনজেদ ও লেইন)।