৩২৬২

‘আন নাজমু’ (তারকা) বলিতে হাক্কানী উলেমাকে বুঝাইয়াছে। এই অর্থ মহানবী (সাঃ)-এর প্রসিদ্ধ হাদীসের দ্বারা সমর্থিত। মহানবী (সাঃ) বলিয়াছেন, ‘আমার সাহাবীগণ তারকা সদৃশ, তাহাদের যাহাকেই তোমরা অনুসরণ করিবে, সৎপথপ্রাপ্ত হইবে’ (বায়হাকী)। অতএব, আয়াতটির এইরূপ অর্থ হইতে পারেঃ যখন ধর্মীয় নেতাগণের পদস্খলন ঘটিবে এবং তাহাদের প্রভাব-প্রতিপত্তি একেবারে কমিয়া যাইবে। আয়াতটিতে, ধর্মীয় সংস্কারকের আগমন কালে অসাধারণ সংখ্যায় উল্কাপাতের ঘটনা ঘটিয়া থাকে— এই কথার প্রতিও ইঙ্গিত থাকিতে পারে।