৩২৫৭

পূর্ববর্তী দুইটি আয়াতে কুরআনের তিনটি বৈশিষ্ট্যপূর্ণ গুণের উল্লেখ করা হইয়াছে (আয়াত ১৪-১৫)। ঠিক তেমনিভাবে, ১৬-১৭ আয়াত দুইটিতে কুরআনের বাণী প্রচারকেরা কেবল যে ধার্মিক ও মহীয়ান তাহাই নহে, তাহারা ইহার বাণী প্রচার ও বিস্তারের জন্য দূর-দূরান্তরে ভ্রমণও করিয়া থাকেন।