অবতীর্ণ ধর্মগ্রন্থসমূহের মধ্যে যত চিরস্থায়ী ও অপরিবর্তনীয় শিক্ষা রহিয়াছে, উহাদের সবগুলির সারাংশই পবিত্র কুরআনে সন্নিবেশিত হইয়া গিয়াছে। এই হিসাবে কুরআন যেন সকল ধর্মগ্রন্থের একত্রীভূত সংগ্রহ বিশেষ। ‘যাহা সম্মানিত ও কিতাবসমূহের মধ্যে রহিয়াছে’ বাক্যাংশের তাৎপর্য ইহাই। আয়াতটি ইহাও বলিয়া দিতেছে যে, কুরআন কিতাবের আকারে লিখিত রূপ ধারণ করিবে, ইহা সম্মান ও শ্রদ্ধার মর্যাদা লাভ করিবে; বিকৃতি ও হস্তক্ষেপ হইতে সুরক্ষিত ও সংরক্ষিত হইবে।