৬ হইতে ১১ আয়াত নবী করীম (সাঃ)-এর প্রতি প্রযোজ্য। ৬ষ্ঠ আয়াতের ‘আম্মা’ শব্দটির অর্থ হইলঃ ‘ইহা কিরূপে সম্ভব যে’ অর্থাৎ ‘ইহা হইতেই পারে না যে’। অতএব সমুদয় আয়াতগুলির (৬-১১) তাৎপর্য দাঁড়ায়, ‘ইহা কিরূপে সম্ভব যে, তুমি ঐ ব্যক্তির প্রতি এত মনযোগ দিবে যে ব্যক্তি ঘৃণা, অবহেলা ও উদাসীনতা দেখায় এবং যে আল্লাহ্কে ভয় করে এবং তোমার দিকে দৌড়াইয়া আসে তাহার প্রতি তুমি অবজ্ঞা দেখাবে? তোমার পক্ষে তাহা কোনমতেই সম্ভব নয়। আবার এই আয়াতগুলি কুরায়শ দলপতির উপরও প্রযোজ্য হইতে পারে। কেননা সেই ব্যক্তি অন্ধ ব্যক্তির আগমনে অস্বস্তি-বোধ করিল এবং মুখ ফিরাইয়া লইল। কোন কোন তফসীরকারক এইরূপ অর্থই করিয়াছেন। এই অর্থ গ্রহণ করিলে, আয়াতগুলিকে ব্যাঙ্গেক্তি বলিয়া ধরিয়া নিতে হইবে যাহাতে নবী করীম (সাঃ)-এর সমালোচকগণের মনের চিত্রই ফুটিয়া উঠিয়াছে, নবী করীম (সাঃ)-এর কোন দুর্বলতার প্রতি এখানে ইঙ্গিত নাই।