৩২২৯

এই আয়াতের তাৎপর্য হইলঃ- (১) প্রতাপশালী ও উচ্চ-পদস্থ ব্যক্তিগণ তাহাদের প্রভাব-প্রতিপত্তি ও কর্তৃত্ব হারাইয়া ফেলিবে, (২)ইসলামের জয়-যাত্রার সময়ে দৃঢ়প্রতিষ্ঠ বড় বড় সাম্রাজ্যগুলি পর্যন্ত বালুর টিলার মত ধ্বসয়া পড়িবে এবং এমনিভাবে নিশ্চিহ্ন হইবে যে, ইহাদের পূর্ববতী অস্তিত্ব যেন মরীচিকা মাত্র ছিল।