ভ্রান্ত-বিশ্বাস, নির্বোধ আচার-আচরণ ও কাজকর্ম অবিশ্বাসীদের জন্য পরকালে ত্রিমুখী মূর্তি ধারণ করিবে। ইবনে আব্বাস (রাঃ)-এর মতে এখানে খৃষ্টানদের ত্রিত্ববাদ বুঝাইয়াছে। আয়াতটির এরূপ অর্থও হইতে পারেঃ কাফেরগণ ডান, বাম ও উপর—এই তিন দিক হইতেই শান্তি পাইতে থাকিবে। তদুপরি, যাহারা নীতি-জ্ঞান শিক্ষা দেন, তাহারা বলেন, দায়িত্ববোধ জাগাইয়া তুলিতে যে তিনটি প্রতিবন্ধকতা রহিয়াছে তাহা হইল, অনুভূতিহীনতা, চিন্তা ও বিবেচনা শক্তির অভাব এবং বিচার-ক্ষমতার অভাব। সেইরূপে, নৈতিক প্রেরণার স্বাভাবিক গতিপথকে রুদ্ধ করে তিনটি বাধা, যথাঃ ভয়, অহঙ্কার এবং ইন্দ্রিয়াসক্তি। মনোবিজ্ঞানের ভাষায় আমরা বলিতে পারি মানুষকে তিনটি কারণ দোযখে নিয়া যায়ঃ উপলদ্ধি ও যুক্তির ভ্রান্তি, যৌন অনাচার এবং ইচ্ছাশক্তির দুর্বলতাসমূহ।