এই আয়াত এবং পূর্ববর্তী তিনটি আয়াত বলিতেছেঃ শুক্র ফোঁটা হইতে গর্ভ সঞ্চারের মাধ্যমে পূর্ণ মানবাকৃতি ও মানবসুলভ গুণাবলী লাভ এমনই অতি সূক্ষ্ম ব্যাপার যাহা মানুষকে আশ্চর্যান্বিত না করিয়া পারে না। এই সৃষ্টি পদ্ধতিকে পুনরুত্থানের যুক্তিও প্রমাণরূপে দাঁড় করানো হইয়াছে। কেননা মানুষের জন্ম ও পুনরুত্থানের পদ্ধতিদ্বয়ের মধ্যে একটা সাদৃশ্য রহিয়াছে। মাতৃগর্ভে অবস্থানের পর জন্ম এবং পৃথিবীর গর্ভে বসবাসের পর পুনরুত্থানের পদ্ধতিদ্বয়ের মধ্যে একটা সাদৃশ্য রহিয়াছে। মাতৃগর্ভে অবস্থানের জন্ম এবং পৃথিবীর গর্ভে বসবাসের পর পুনরুত্থান সমান্তরাল ব্যাপার।