মূল অনুবাদে প্রদত্ত অর্থ ছাড়াও এই আয়াতের অন্যান্য অর্থ হইতে পারেঃ (১) ইহা আল্লাহ্রই ইচ্ছা যে, তুমি তোমার ইচ্ছাশক্তি প্রয়োগ করিয়া আল্লাহ্র দিকে পথ ধর এবং সেই কারণে তাহার কৃপাভাজনও হও, (২) তুমি আল্লাহ্র দিকে চলিতে পার না, যতক্ষণ পর্যন্ত না তোমার ইচ্ছাকে আল্লাহ্র ইচ্ছার অধীনস্থ কর।