৩১৯৫

‘ইয়াওমুন আবূসুন’ অর্থ অতি কষ্টকর, দুর্যোগময় দিন, যে দিন মানুষের জন্য ভীষণ কষ্ট নিয়া আসে। ‘ইয়াওমুন কাম্‌তারীরুন’ অর্থ কষ্টকর, দুর্যোগপূর্ণ দিন, যাহা চক্ষের ভ্রু পর্যন্ত সেলাই করিয়া ফেলে অর্থাৎ চক্ষুর চামড়াকে সঙ্কুচিত করিয়া ফেলে (লেইন)।