মানুষকে সৃষ্টি করা হইয়াছে এক ফোঁটা শুক্র হইতে, যাহা নিজেই অনেক বস্তুর সংমিশ্রণ। ইহাতে এই ইঙ্গিত রহিয়াছে যে, মানুষও বহু গুণাবলী ও শক্তি-সামর্থ্যের সংমিশ্রণে গঠিত। আর এইসব গুণাবলী ও শক্তি-সামর্থ্যের সাহায্যেই মানুষ নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি করিতে পারে। এই পদ্ধতিই মানব-সৃষ্টির সাধারণ নিয়ম, কিন্তু ইহার ব্যতিক্রম কোন ক্ষেত্রেই হইবে না, এমন নহে।