আল্লাহ্তা’লা মানুষকে অতি নগণ্য এক ফোঁটা শুক্র হইতে সৃষ্টি করিয়া তাহাকে এতসব প্রাকৃতিক শক্তি ও গুণাবলী দ্বারা ভূষিত করিয়াছেন যে, সে সৃষ্টির কেন্দ্র বিন্দুতে পরিণত হইয়াছে, যাহাকে কেন্দ্র করিয়া অন্যান্য সকল প্রকারের সৃষ্টি আবর্তিত হয়। এমতাবস্থায় সৃষ্টিকর্তা মানুষকে খাওয়া-দাওয়া, পান-ভোজন ও ফুর্তি করিবার জন্য একেবারে মুক্ত ছাড়িয়া দিয়াছেন বলিয়া মনে করাটা ঐশী প্রজ্ঞার সহিত সম্পূর্ণরূপে সঙ্গতিহীন।