৩১৭৯

‘সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হইবে’—এই বাক্যটি দ্বারা সৌরজগতের মহা বিপর্যয় ঘটবে বুঝাইতে পারে। আয়াতটির অন্য অর্থ হইতে পারে এইঃ আরব ও ইরান সাম্রাজ্যের রাষ্ট্রীয় ক্ষমতা বিলুপ্ত হইবে, কারণ ‘চন্দ্র’ হইল আরব জাতির ক্ষমতার প্রতীক এবং সূর্য ইরানের ক্ষমতার প্রতীক। ইহা ছাড়াও আয়াতটির অন্য অর্থ হইতে পারে। মহানবী (সাঃ)-এর একটি হাদীসে ভবিষ্যদ্বাণী রহিয়াছে যে, প্রতিশ্রুত ইমাম মাহদীর আগমনের সময় তাহার সত্যতার চিহ্নস্বরূপ একই রমযান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হইবে। (বায়হাকী, দারকুৎনী) যদিও ইহা প্রাকৃতিক নিয়মেই ঘটিবে, তথাপি ইহাতে অস্বাভাবিকতাও পরিলক্ষিত হইবে।এই আয়াতটিতে উপরোক্ত হাদীসের ঘটনার প্রতিও ঈঙ্গিত থাকিতে পারে। আশ্চর্যের ব্যাপার, ১৮৯৪ খৃষ্টীয় সনের রমযান মাসে এই চন্দ্র ও সূর্যগ্রহণ সংঘটিত হয়।