কুরআনের অনত্র উল্লেখ রহিয়াছে যে, অবিশ্বাসীরা এই ঔদ্ধত্যপূর্ণ দাবী জানাইয়াছিল যে, যে পর্যন্ত না মহানবী (সাঃ) আকাশ হইতে তাহাদের পাঠের জন্য তাহাদের উপস্থিতিতে একটি পুস্তক নামাইয়া আনিবেন, সে পর্যন্ত তাহারা বিশ্বাস স্থাপন করিবে না। এই আয়াতটি তাহাদের ঐ দাবীর প্রতি ইঙ্গিত করিতেছে (১৭ঃ৯৪)।