মানুষের নয়টি মূখ্য ইন্দ্রিয় রহিয়াছে। ইহাদের মধ্যে সাতটি বহিরেন্দ্রিয়, একটি মহাজাগতিক স্থানের (space) প্রেক্ষিতে আমাদের যথার্থ অবস্থান নির্ণয়কারী এবং অপরটি অভ্যন্তরীণ অন্ত্রীয়-ইন্দ্রিয় যাহা ক্ষুধা-তৃষ্ণার অনুভূতি জাগায়। এই নয়টি ইন্দ্রিয়ের প্রতিপক্ষ রহিয়াছে নয়টি আধ্যাত্মিক ইন্দ্রিয়। আর ইহাদের সকলের উপরে রহিয়াছে একটি রক্ষণেন্দ্রিয় বা নিয়ন্ত্রণকারী ইন্দ্রিয় যাহাকে আমরা ইচ্ছাশক্তি নামে অভিহিত করিতে পারি। এই সবগুলিকে উনবিংশটি দোযখ-রক্ষী বলা হইয়াছে। নতুবা, এই উনবিংশ সংখ্যাটি এমন কোন মহান ঐশী গোপন রহস্য হইতে পারে যাহা কিতাবধারীদের সম্বন্ধে ব্যবহৃত হইয়াছে এবং যাহার তাৎপর্য ও বাস্তবতা আল্লাহ্তা’লা সময়মত প্রকাশ করিবেন। তখন কিতাবধারীরা কুরআনের শিক্ষার সত্যতাকে স্বীকার করিয়া নিবে এবং বিশ্বাসীদের বিশ্বাসের দৃঢ়তাও শতগুণ বৃদ্ধিপ্রাপ্ত হইবে। এমন দুঃসাহস কাহার আছে, যে বলিতে পারে যে, ঐশী গোপন রসহ্যাবলীর সবটাই সে জানিয়া নিয়াছে?