এই সুরার উদ্বোধনী আয়াতে নবী করীম (সাঃ)-কে তাগিদ করা হইয়াছে, তিনি যেন রাত্রিতে মনে প্রাণে দোয়াতে মশগুল থাকেন। ঐশী-বাণী প্রচারের যে গুরুতর ও গুরু-গম্ভীর দায়িত্ব শীঘ্রই তাঁহার স্কন্ধে বর্তাইবে, তাহা সুষ্ঠুভাবে সম্পন্ন করার সামর্থ্য অর্জনের জন্য এই নিশীথ প্রার্থনা বিশেষভাবে কার্যকরী প্রতিপন্ন হইবে। এই আয়াতে, আল্লাহ্তা’লা তাঁহাকে স্বীয় সন্তুষ্টির নিশ্চয়তা দিতেছেন এবং তিনি যে নিশীথ-প্রার্থনার ব্যাপারে আল্লাহ্র নির্দেশকে পুরাপুরি বিশ্বস্ততার সহিত পালন করিয়াছেন— কেবল তিনিই নহেন বরং তাঁহার অনুগামী বিশ্বাসীরাও যে তাহা পালন করিয়াছেন— আল্লাহ্তা’লা সন্তুষ্টির সহিত তাহা উল্লেখ করিতেছেন। নিশীথ রাতের প্রার্থনার আদেশটি মহানবী (সাঃ)-এর অনুসারীদের উপর সুনির্দিষ্টভাবে প্রযোজ্য ছিল না, কিন্তু মহানবী (সাঃ)-কে পদে পদে অনুসরণ করার বাসনা সাহাবীদের মধ্যে এতই প্রবল ছিল যে, নিশীথ-প্রার্থনার ব্যাপারেও তাহারা মহানবী (সাঃ)-এর দৃষ্টান্ত অনুসরণ করিয়াছিলেন।