‘যাহা বালকদিগকে বৃদ্ধ করিয়া দিবে’ অত্র আয়াতের এই বাগধারাটি, পরবর্তী আয়াতের ‘আকাশ বিদীর্ণ হইয়া যাইবে’-এর মতই রূপক ও আলঙ্কারিক ভাষা। ২১ঃ১০৫ আয়াতে আছে আমরা আকাশকে গুটাইয়া লইব এবং এতদনুরূপ বাক্য বা বাক্যাংশগুলি যাহা কুরআনের ৮২ঃ২ এবং ৮৪ঃ২ এ রহিয়াছে, সবগুলিই রূপক ভাষা। ইহারা প্রায় সমার্থকভাবে একটি কথারই বহুবিধ প্রকাশ। ঐ একটি মোটামুটি কথা হইল এমন মহা বিপদাবলী সংঘটিত হইবে, যাহা ধ্বংসাত্মক পরিবর্তন ও পরিণতি ডাকিয়া আনিবে।’