৩১৪৮

নবীদের নিকট যে সকল অজ্ঞাত বিষয়াবলীর জ্ঞান দেওয়া হয়, ঐগুলির প্রকৃতি ও গুরুত্ব এমনি অতুলনীয় যে, অন্যান্য বিশ্বাসী ধার্মিক সাধু-ব্যক্তিগণের নিকট প্রদত্ত গুপ্তজ্ঞান এইসবের কাছেও ঘেঁষতে পারে না। এই আয়াতে এই কথাই বলা হইয়াছে। নবীগণের নিকট প্রকাশিত গুপ্তজ্ঞানের ব্যাপকতা, গভীরতা, স্পষ্টতা, নিত্য-নূতনতা, জনকল্যাণ-মুখিতা ও বিশ্বস্ততা ইত্যাদি গুণাবলী ধার্মিক বিশ্বাসী-সাধুগণের গুপ্তজ্ঞানের মধ্যে থাকে না। দুই শ্রেণীর মধ্যে ইহা একটা বিরাট পার্থক্য। তদুপরি, নবীগণের নিকট যে সকল ওহী-এলহাম অবতীর্ণ হয়, উহার সহিত আল্লাহ্‌তা’লার রক্ষা-কবচও সংযুক্ত থাকে যাহাতে শয়তান দ্বারা ইহা বিকৃত না হয় এবং সঠিকভাবে তাহা নবীর কাছে পৌঁছিয়া যায়। সাধু ব্যক্তিগণের নিকট প্রকটিত গুপ্তজ্ঞানের ব্যাপারে এই রক্ষা-কবচ না থাকায়, সব সময় ইহা নিশ্চিত ও নিরাপদ নহে।