এই আয়াতগুলিতে বিচার-দিবসের কী ভয়ঙ্কর চিত্রই না তুলিয়া ধরা হইয়াছে! মহাসঙ্কটের মুখা-মুখী দাঁড়াইয়া মানুষ নিজেকে বাঁচাইবার জন্য সবকিছু ত্যাগ করিতে প্রস্তত হইয়া যায়। এমন কি নিজের প্রিয়তম স্ত্রী-পুত্র ও সন্তান-সন্ততিকে উৎসর্গ করিতেও দ্বিধা বোধ করে না।