৩১১৯

‘অনুসন্ধান কারী’ বা ‘প্রশ্নকারী’ ব্যক্তি বলিতে ব্যাখ্যাকারকদের কেহ কেহ নাযর বিন আল্ হারেস বা আবু জাহলকে বুঝাইয়াছে বলিয়া মনে করেন। কিন্তু প্রশ্নকারী কোন বিশিষ্ট বা নির্দিষ্ট ব্যক্তি না হইলেও আসে-যায় না, কেননা সকল অবিশ্বাসীই প্রশ্নকারীর ভূমিকায় অবতীর্ণ ছিল। তাহারা বার বার মহানবী (সাঃ)-কে নানাভাবে চ্যালেঞ্জ করিয়াছে যে, তোমার বিঘোষিত ভয়ঙ্কর শাস্তি আমাদের উপর নামাইয়া আন (৮ঃ ৩৩; ২১ঃ ৩৯; ২৭ঃ ৭২, ৩২ঃ ২৯, ৩৪৪ ৩০, ৩৬ঃ ৪৯, ৬৭ঃ ২৬)।