এই আয়াতে বিশ্বাসীগণকে প্রশ্ন করা হইতেছে, তোমরা কোন কিতাবের মধ্যে এই অধিকার পাইয়াছ যে, তোমরা তোমাদের ইচ্ছামত যাহা খুশী করিবে এবং তোমাদের অসৎ কর্মের কোন মন্দ ফল তোমাদিগকে ভোগ করিতে হইবে না? অথবা তোমরা কি আল্লাহ্র কাছ হইতে এমন কোন স্থায়ী প্রতিশ্রুতি প্রাপ্ত হইয়াছ যাহা কিয়ামতের দিন পর্যন্ত বলবৎ থাকবে যে, তোমরা যাহা চাও তাহাই করিতে পার এবং যেপথ মর্জি অবলম্বন করিতে পার, আর সেজন্য তোমাদের দুষ্টামীর প্রতিফল তোমাদিগকে ভোগ করিতে হইবে না?